শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত ৫

তপু সরকার হারুন : শেরপুরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের চকপাঠক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গৌরব (২৫) ও রনি (১২)। আহতদের মধ্যে শুভ ও মজনু নামে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৌরব ও রনি নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়