শিরোনাম
◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রকাশ্যে  গাঁজা সেবনের অপরাধে  যুবকের  কারাদণ্ড

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে প্রকাশ্যে  গাঁজা সেবনের অপরাধে আলী মোল্যা (৩৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার গোলাম রাব্বানী সোহেল। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তায় দাড়িয়ে গাঁজা সেবন করছিলেন ওই যুবক। 

তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের বাবু মোল্যার ছেলে। আদালত ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামগন্জে সন্ধ্যা নামলেই শুরু মাদক কারবারী ও মাদকসেবীদের আনাগোনা। এক পর্যায়ে অতিষ্ঠ পড়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। মাদক কারবারী ও মাদক সেবীরা বাস টার্মিনাল, গ্রামীন সড়ক, ঝোপঝাড়, খেলার মাঠসহ বিভিন্ন স্থান বেছে নিয়েছে। সন্ধ্যার পর থেকে এসব স্থানে মোটরসাইকেলে বিভিন্ন ইশারায় চলে মাদক বেচাকেনা। 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদের পাশে ইটের রাস্তায় দাঁড়িয়ে মো. আলী মোল্যা মাদক (গাঁজা) সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারায় মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ১০০ টাকা জরিমানা করেন। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বোয়ালমারী থানার উপপরিদর্শক মহেশ অধিকারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আজ রবিবার দুপুরে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাদক সেবনের অপরাধে মো. আলী মোল্যা নামের এক ব্যক্তিকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান বোয়ালমারীতে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়