শিরোনাম
◈ ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে কি লাভ : দুদু ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রকাশ্যে  গাঁজা সেবনের অপরাধে  যুবকের  কারাদণ্ড

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে প্রকাশ্যে  গাঁজা সেবনের অপরাধে আলী মোল্যা (৩৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার গোলাম রাব্বানী সোহেল। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তায় দাড়িয়ে গাঁজা সেবন করছিলেন ওই যুবক। 

তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের বাবু মোল্যার ছেলে। আদালত ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামগন্জে সন্ধ্যা নামলেই শুরু মাদক কারবারী ও মাদকসেবীদের আনাগোনা। এক পর্যায়ে অতিষ্ঠ পড়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। মাদক কারবারী ও মাদক সেবীরা বাস টার্মিনাল, গ্রামীন সড়ক, ঝোপঝাড়, খেলার মাঠসহ বিভিন্ন স্থান বেছে নিয়েছে। সন্ধ্যার পর থেকে এসব স্থানে মোটরসাইকেলে বিভিন্ন ইশারায় চলে মাদক বেচাকেনা। 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদের পাশে ইটের রাস্তায় দাঁড়িয়ে মো. আলী মোল্যা মাদক (গাঁজা) সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারায় মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ১০০ টাকা জরিমানা করেন। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বোয়ালমারী থানার উপপরিদর্শক মহেশ অধিকারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আজ রবিবার দুপুরে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাদক সেবনের অপরাধে মো. আলী মোল্যা নামের এক ব্যক্তিকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান বোয়ালমারীতে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়