এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাহিনুর ইসলাম উপজেলার ধনতলা গ্রামের ইবাদত আলীর ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ধনতলা মধ্যপাড়া গ্রামের এক বক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।