নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনের এসি মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুরে ‘সোনারগাঁ মেঘা কমপ্লেক্স’ ভবনের বাইরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম ব্যাপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।
কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে সোনারগাঁ মেঘা কমপ্লেক্সের ৬ তলা ভবনের নিচতলায় একপাশে এসি মেরামতের কাজ করছিলেন শ্রমিক তুহিন ও রাফি। দুপুর ১টা ২০ মিনিটে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন। এতে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভবনের বাইরের অংশের নিচতলায় অনেকগুলো এসি রয়েছে। তবে বিস্ফোরিত এসিগুলো ওই ভবনের কোন প্রতিষ্ঠানের তা জানা যায়নি।’
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘এসি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন :