শিরোনাম
◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই আলোচিত  বাবুল হত্যা মামলায়, ২৪ ঘন্টায় ৩ আসামী আটক

মোঃ আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে পুলিশের অভিযানে বাবুল হত্যা মামলার অভিযুক্ত তিন আসামিকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে  ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো: মনিরুল ইসলাম। 

গতকাল  দিবাগত রাতে প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর ও কুল্লা থেকে অনিক এবং শয়নকে আটক করা হয়। 

এর আগে শুক্রবার (২১ফেব্রুয়ারী) বিকেলে ধামরাই উপজেলার  কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা হোম টাউন এর ভিতরে বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করেন একই এলাকার লোকজন। পরে রাতেই বাবুলের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখ্য করে ১০/১২জনকে অজ্ঞাত দিয়ে ধামরাই থানায় একটি হতা মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক ধামরাই থানা  পুলিশ।

আটককৃতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ অনিক মিয়া, একই ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের মোঃ হাবিবুর রহমনের ছেলে মোঃ শয়ন মিয়া, সিন্ধুরিয়া গ্রামের মোঃ বারেক হোসেনর ছেলে মোঃ আয়নাল হোসেন।

নিহত বাবুল হোসেন ধামরাই উপজেলার বড় কুশিয়ারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক পর পর তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, শুক্রবার ২১ফেব্রুয়ারী বিকেল বেলায় বাবুল ও তার স্ত্রী সরিষা মারাইয়ের কাজ করেন। এই সময় তার উপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেন এলাকার লোকজন। এই ঘটনায় রাতেই বাবুলের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ্য করে ১০/১২জনকে অজ্ঞাত দিয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । রাতেই সিংগাইর, সাভারও কুল্লা এলাকা থেকে ৩ জনকে আটক করহয়,আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। 

উল্লেখ্যঃ ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল বেলা বাবুল ও তার স্ত্রীকে সাথে নিয়ে হোম টাউন এর ভিতরে সরিষা মারাইয়ের কাজ করছিলেন। এই সময় পূর্বশক্রতার জের ধরে বাবুলকে কুপিয়ে হত্যা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়