এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে উঠতি ফুটবলার মনা ইসলাম গলায় ফাঁস আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মজিবর রহমানের ছেলে উঠতি ফুটবলার মনা ইসলাম (২৫) নিজ শয়ন ঘরে বর্গার সাথে গলায় ফাঁস দেয়।
এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে বিরল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
তবে এরিপোর্ট লেখা পর্যন্ত তার আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। তার মৃত্যুতে বিরলের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :