চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মাহফিল চলাকালে চুরি করার সময় তাদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ার একটি আম বাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়।
এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের গহনা চুরি ও চুরির চেষ্টা করছিলেন।
মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা। এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা।
ওসি বলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৫১টি মোবাইল খোয়া যাওয়ায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১৩ চুরির অভিযোগ পড়েছে।
আপনার মতামত লিখুন :