শিরোনাম
◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও) ◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে শিশু পুত্রকে হত্যার অভিযোগে পিতা আটক 

এন এ মুরাদ , মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে ১৬ মাসের শিশু  আব্দুল্লাহ'কে  হত্যার অভিযোগে তাঁর পিতা আবু নাইমকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে  মুরাদনগর সদরের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।ঘাতক  ক্বারী আবু নাইম মুরাদনগর সদরের  মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহনের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো। এ নিয়ে  পরিবারের সাথে প্রায়ই ঝগড়া হতো।   

শিশুটির মা শাহিদা আক্তার বলেন, আমার স্বামীই আমারা সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। 
তিনি আরো বলেন, গত কাল থেকে আমার ছেলে আব্দুল্লার আসছে।  সকালে তার বাবাকে বলি  ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি। সে বলে তুমি বাড়িতে থাকো আমি নিয়ে যাচ্ছি। এই  বলে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে  মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনি। 
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলের লাশ  নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমে আটক করা হয়েছে। শিশুটির সুরাতহাল প্রতিবেদন করে মৃত্যুর মূল কারন জানতে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের (মর্গে) পাঠানো হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়