শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর চেচু‌রিয়ায় সড়ক দুঘর্টনায় গুরুতর আহত ৫

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মে বাঁশখালীর প্রধান সড়‌কের চেচু‌রিয়া নামক স্থা‌নে এক সড়কে সিএন‌জি ও বাস দুঘর্টনায় কমপ‌ক্ষে ৭জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে গুরুতর আহত ৩ জন‌কে আশংকাজনক চমে‌কে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ২১‌ফেব্রয়া‌রি শুক্রবার রাত ৯ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

ঘটনায় ঘাতক বাস‌টি‌কে স্থানীয় জনগন এবং পু‌লি‌শের সহ‌যো‌গিতায় আটক করা হ‌লেও চালক পলাতক র‌য়ে‌ছে ব‌লে থানা সু‌ত্রে জানা যায় ।ঘটনার পর সাধারন জনগন আহত‌দের উদ্ধার ক‌রে বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আসা হ‌লে জরুরী বিভা‌গে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে ঘটনায় আহত‌দের ম‌ধ্যে রহমত আলী (৪০), তার স্ত্রী আ‌ছিয়া বেগম (৩০), সোনা মিয়া (৫৫) কে গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাত পৌ‌নে দশটার দি‌কে এ্যম্বুলেন্সে ক‌রে চ‌মেক হাসপাতা‌লে প্রেরন করা হয়। আর একই ঘটনায় আহত নুরুল হক (৪৫) ও তার স্ত্রী হাসনারা বেগম (৩৫) উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা দেওয়া হয়। আহ‌তেরা সক‌লে সর‌লের কাহার‌ঘোনা ব‌লিপাড়া এলাকার বা‌সিন্দা ।

ঘটনার ব‌্যাপা‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন থাকা নুরুল হক ব‌লেন, মে‌য়ের একটা পা‌রিবা‌রিক বিষ‌য়ে সকা‌লে শহ‌রে গি‌য়ে‌ছিল প‌রিবা‌রের লোকজন‌কে সা‌থে নি‌য়ে । ফি‌রে আসার সময় চট্টগ্রাম থে‌কে সিএন‌জি ক‌রে প্রধান সড়‌কের চেচু‌রিয়া এলাকায় আস‌লে পেছ‌নে কোস্টার চাঁপা দি‌লে সবাই আহত হয় এবং ৩জন‌কে চ‌মেক হাসপাতা‌লে প্রেরন করা হয় ব‌লে সে জানায়। এ‌দি‌কে ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানা পু‌লিশ জানান, ঘাতক কোস্টার (বাস) ও সিএন‌জি জব্দ করা হ‌য়ে‌ছে ।


ছ‌বি সংযুক্ত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়