মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কমিটি ঘোষনা করা হয়।
মোজাহিদুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও সাকিল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সোহাগ তালুকদার, সদস্য রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক ইজাজ আহমেদ কৌশিক, সদস্য সচিব সাবের হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মাহিনসহ সুধিজন।
পরে মোজাহিদুল ইসলাম মারুফকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৬ জনকে যুগ্ম সদস্য সচিব, ১ জনকে মূখ্য সংগঠক, ১৬ জনকে সংগঠক, ১ জনকে মুখপাত্র এবং ২৮ জনকে সদস্য করে পোগলদিঘা ইউনিয়ন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :