জাকারিয়া জাহিদ , কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি সহ সরকারী দুই দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে লক্ষাধিক পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকে আসা এসকল পর্যটকের পদচারনায় এখন মুখরিত হয়ে উঠেছে দীর্ঘ ২২ কিলোমিটার কুয়াকাটা সমুদ্র সৈকত।
আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘোড়া সহ বিভিন্ন বাহনে চরে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেক অপর প্রান্ত। আগত পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে পর্যটকের এমন ভীড়ে উচ্ছসিত রয়েছে ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।
বেঞ্চি ব্যবসায়ী আ: রহিম বলেন শীত কমে গেছে আবার একুশে ফেব্রুয়ারির বন্ধ মিলে এ সপ্তাহে প্রায় লক্ষাধীক পর্যটকের আগমন ঘটেছে।
সাউদ বিচ হোটেলের সত্বাধিকারী মো সোহেল মিয়া বলেন, আজকে প্রচুর পর্যটক আসছে,এভাবে বেশকিছু দিন পর্যটক থাকবে।শীত চলেগেলো আবার গরম আসতেছে তাই। আমার হোটেলে ৮০শতসংশ রুম বুকিং রয়েছে।
ঢাকা থেকে আসা পর্যটক মো: রাইরুল ইসলাম বলেন, কুয়াকাটা খুব সুন্দর একটি সমুদ্র সৈকত, তবে এখানে এক্সক্লুসিভ টুরিজম,ওয়াচ টাওয়ার করা খুবই জরুরী। তার সাথে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিকক্সলেন মহাসড়কটি করলে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যটন উভয় ক্ষেত্রে লোকজন বাড়বে।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মো মোতাবেক শরীফ বলেন, শীত চলে যাওয়ায় আজকে প্রায় লক্ষাধীক পর্যটকের আগমন ঘটেছে।এভাবে পর্যটক আসলে পিছনের লোকসান ঘুচিয়ে পর্যটন ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সকল পর্যটকদের সেবায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। একুশে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় প্রায় লক্ষাধীক পর্যটকের আগমন ঘটেছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।
মহিপুর থানার ওসি মো তরিকুল ইসলামের বলেন, আমার মনেহয় আজকে এবছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে, কুয়াকাটা পর্যটন পুলিশের সঙ্গে আমরাও থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তায় মাঠে আছি।
আপনার মতামত লিখুন :