ফেনীর এলাহিগঞ্জে প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিষের বোতল হাতে হাজির হয়েছেন রাহাত (২০) নামের এক যুবক। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে বিয়ে ঠিক করায় তিনি এই চরম সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন। ঘটনাটি শহরের ডাক্তার পাড়ার।
বৃহস্পতিবার দুপুরে তরুণীর এলাকায় গিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান যুবক। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমার রুপাকে বিয়ে দিয়ে দিলে আমি বিষ খাব।’ এ সময় তার হাতে বিষের বোতলও ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত একপর্যায়ে উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকেন এবং বলেন, ‘দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমাদের। তার জন্য কত কিছু করেছি। অথচ আজ আমাকে কিছু না জানিয়েই অন্য কারও সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। আমি জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।’
ঘটনাস্থলে উপস্থিত লোকজন রাহাতকে শান্ত করার চেষ্টা করেন। তবে প্রেমিকার বাসা চিনতে না পারায় তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উৎস: দেশ রুপান্তর।
আপনার মতামত লিখুন :