তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজমপুর বাজার রেলস্টেশন এলাকায় খাবার হোটেলের সামনে রাস্তার উপর থেকে ১৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্হপতিবার (২০ ফেব্রয়ারি) সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি বিষয়টি জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইল কান্দি কুমার পাড়া এলাকার ফরিদুল হুদার ছেলে নাজমুল হুদা সেলিম (৪৩) কে গ্রেফতার করে। এসময় তার কাছে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত মাদকসহ আসামীকে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :