এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেয়ায় আলু চাষীদের সব দাবি মেনে নিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। বুধবার বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউপির বটতলী বাজারে স্থানীয় আলু চাষিরা ৬ দফা দাবি আদায়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেন।
এ সময় শাহী কোল্ড স্টোরেজ/ শাহী হিমাগার এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেলোয়ার হোসেন মুঠোফোনের মাধ্যমে আলু চাষিদের ৩ দফা দাবি মেনে নিলে আলু চাষিরা শান্ত হয়। পরে হিমাগারের পক্ষে স্থানীয় আলু চাষীদের মাঝে আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহী হিমাগারের ম্যানাজার গোলাম রব্বানী।
আপনার মতামত লিখুন :