শিরোনাম
◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল ◈ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, এতথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামী রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপল চন্দ্রের দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্ধ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপর পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাম প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়