শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মালিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হোমনা-মেঘনা সড়কের পাশে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের কাঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা মুন্সিকান্দি মাথাভাঙা গ্রামের ছগির আহমেদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তায় জমজ দুই বোন মালিহা ও মাঈশা খেলা করছিল। এ সময় বেপরোয়া গতিতে একটি অটোরিকশা মালিহাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে মাঈশা বাড়িতে গিয়ে বাবা মাকে এ দুর্ঘটনার খবর দেয়। বাবা, চাচা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকা মালিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এহসানুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়