জিয়া উদ্দিন সিদ্দিকী আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি দল।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর বন্দর থেকে কারবারী আমিরুল (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কারবারী আমিরুল একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে। এলাকায় সে চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার কারবারী আমিরুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চলাকালে কারবারী আমিরুলের বাড়ী তল্লাশি করে ৩টি পলিথিনের ব্যাগে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই সময় মাদক কারবারী আমিরুলকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয়।
ওই ঘটনায় বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারবারী আমিরুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বুধবার কারবারী আমিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মাদক কারবারী আমিরুলকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :