শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

জিয়া উদ্দিন সিদ্দিকী  আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি দল। 

মঙ্গলবার  রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর বন্দর থেকে কারবারী আমিরুল (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কারবারী আমিরুল একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে। এলাকায় সে চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার কারবারী আমিরুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চলাকালে কারবারী আমিরুলের বাড়ী তল্লাশি করে ৩টি পলিথিনের ব্যাগে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই সময় মাদক কারবারী আমিরুলকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

ওই ঘটনায় বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারবারী আমিরুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বুধবার কারবারী আমিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মাদক কারবারী আমিরুলকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়