নিনা আফরিন,পটুয়াখালী : গণ অভ্যুহ্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ ৫দফা দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় নতুন বাজারস্থ জেলা কার্য়ালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে শেষ হয়। সেখানে জেলা গণ অধিকার পরিষদ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সবাবেশে বক্তব্য রাখেন জেলা গন অধিকার পরিষদের সাধারন সম্পাদক মো: শাহ আলম।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান হাওলাদার। যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মাতবর, সদর উপজেলার আহবায়ক মাওলানা মোঃ শাহীন, সদস্য সচিব আবদুল কাইয়ুম, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম রুম্মন, শ্রমিক অধিকার পরিষদ এর জেলা আহবায়ক মোঃ ফারুক হাওলাদার,গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব মোঃ জাকির হোসেন, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ এর আহবায়ক মোঃ লিয়ার হোসেন, মহিপুর থানা গণঅধিকার পরিষদ এর আহবায়ক মোঃ খলিলুর রহমান মোল্লা, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম মুসল্লী। এছাড়া বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব,শ্রমিকসহ গণঅধিকার পরিষদ এর বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :