শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা ◈ জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস ◈ দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আগামী ১৯ মার্চ থেকে আসছে নতুন নোট, বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুর সদরে বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

শরীয়তপুর সদরে বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কাজিকান্দি এলাকার ইমামুল হক সরদারের (এনামুল) মেয়ের বিয়ে হয়। সেই বিয়েতে স্থানীয় আজিজুল সরদারের পরিবারকে দাওয়াত দেননি। আজিজুল সরদারের ছেলের বিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি। সেখানে এনামুল সরদারের পরিবারকেও দাওয়াত দেওয়া হয়নি। এনামুল ও আজিজুল সম্পর্কে আপন ভাই।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় এনামুল সরদারের লোকজন আজিজুল সরদারের বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। এছাড়াও তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

আজিজুল সরদার পক্ষের লোক স্থানীয় ইউপি সদস্য আহত আব্দুর রহমান কাজী বলেন, এনামুল তার মেয়ের বিয়েতে আমাদের দাওয়াত দেয়নি। তাদের আমরা দাওয়াত দিব, তবুও তারা ক্ষিপ্ত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ওপর হামলা চালায়। এনামুল সরদার, খলিল মাদবরের নেতৃত্বে ১০/১৫ জন লোক আমাদের বাড়িতে এসে হামলা চালায় এবং আমাদের ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করে।

তবে এনামুল সরদারের পক্ষে তার ভাই আহত সামসুল হক সরদার বলেন, এই ঘটনা শুনে ঘটনাস্থলে আসলে আমার ওপর হামলা চালনো হয়। আমার মাথায় ও হাতে জখম হয়েছে। ওই হামলায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। যেহেতু পারিবারিক ঘটনা, তাই দুপক্ষই থানায় এসেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়