তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল রোববার (১৭ ফেব্রয়ারি) দিনগত রাত সোয়া এগারটা দিকে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলার কাশিরনগর এলাকার জালাল মিয়ার ছেলে মোঃ আতিক মিয়া (৩৬) ও মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :