হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার মধুখালীর মরিচ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ওই যুবলীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একটি মামলার আসামি। তাকো মঙ্গলবার বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :