শিরোনাম
◈ দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ ◈ আজ কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান ◈ মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধ চান ডিসিরা ◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় কুকুর জবাই করে মাংস বিক্রি অভিযোগ 

আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বুড়াইচ ইউনিয়নে হেলেঞ্চা গ্রামে সুজন(২৩) নামে এক যুবকের  বিরুদ্ধে কুকুর জবাই করে মাংস  বিক্রির অভিযোগ উঠেছে। হেলেঞ্চা গ্রামে পূর্বপাড়া আবু বক্কর শেখের ছেলে সুজন শেখ।

গত ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টার দিকে হেলেঞ্চা বাজারে  পাশে ঘাষ ক্ষেতে বসে কুকুরের  মাংস কাটতে দেখতে পায়।

সরজমিন গিয়ে জানা যায়, সুজন এর আগেও কুকুর জবাই করে অন্য এলাকায় মাংস বিক্রি করেছে।সে একজন মাদকাসক্ত ও মাদক বিক্রিতা,বিগত সরকারের আমলে পুলিশের সোর্স হয়ে বহু নিরীহ যুবক ছেলেদের পকেটে মাদক ঢুকিয়ে মিথ্যা অপবাদ দিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে পুলিশের সাথে এবং মোবাইল,টিউবওয়েলের মাথা,ছাগল, বাড়িঘরে আসবাবপত্র  চুরির সঙ্গে জড়িত ছিল এমন অভিযোগ তুলছে সর্বসাধারণ।

বাজারের পোল্ট্রি ব্যবসায়ী লাভলু মিয়া বলেন,মুরগির নাড়ি ভূড়ি নিয়মিত কয়েকটি কুকুরকে খেতে দেই কিন্তু কয়েকদিন হলো এদের মধ্যে একটি কুকুরকে দেখতে পাইনা।ধারণা করা হচ্ছে হয়তো আগেও ঐ কুকুরটি জবাই করছে।
 
এ প্রসঙ্গে  সুজন শেখের বক্তব্য নিতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি এবং প্রতিবেশীরা তার ভয়ে মূখ খুলতে রাজি হয়নি।

স্হানীয় মেম্বর আবুল বাসার বলেন,ঘটনাটি সত্য, আমি মাঠে গেলে শব্দ শুনতে পাই,খোঁজ করে দূর থেকে দেখতে পাই সুজন ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে।ও মাদকাসক্ত হওয়ার হাফিজুর গাজিকে ফোন করে আসতে বলি,এর মাঝে ও পালিয়ে যায়।সেখানে গিয়ে কুকুরের মাংস, মাথা,পা দেখতে পাই।পরে তার স্ত্রীকে খবর দিয়ে নারী ভূড়ি সরাতে বলি।

বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মুঠোফোনে বলেন,শুনেছি তবে বাজারে বসলেই এ নিয়ে আলোচনা হচ্ছে।ও গাঁজা গুজো খায়,বাড়ির কাউকে মানে না, কথাও শুনে না।পুলিশ ওকে একবার ধরে ছিল।আমাদের সামনে আসে না আর দেখতেই তো মাদকাসক্ত লাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়