ফারুক আহাম্মদ ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকার পুুকুর থেকে মর্টার শেল পাওয়া গেছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সেনের বাজার তোতা মিয়ার পুকুরে পানি নিস্কাশনের পর শিশুরা খেলতে গিয়ে দেখতে পায় একটি মর্টার শেল৷ ঘটনাস্থল পরির্দশন করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন ও শশীদল ক্যাম্পের বিজিবি।
পুলিশ জানায় ,শুক্রবার দুপুরে সামি,সাজিব ও সীমান্তসহ কয়েকজন শিশু মিলে পুকুরের কাদামাটিতে খেলতে গিয়ে এ মর্টার শেলটি দেখতে পায় এবং খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়।শিশু সীমান্তের চাচা নাছির ভাঙারি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার অস্ত্র ভেবে ফিরিয়ে দেয়। এই মর্টার শেলটি দেখতে পুকুরের চারপাশে উৎসুক জনতা ভীড় দেখা গেছে। স্থানীয়রা কেউ কেউ বলছে বোমা আবার কেউ বলছে মর্টার শেল।তারা জানায়,এ মর্টার শেলটি অনেক পুরাতন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।
স্থানীয়দের ধারণ এ পুকুরে আরও মর্টার শেল থাকতে পারে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন ও শশীদল ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ব্যাপরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানায়,বোমা নাকি মর্টার শেল আমরা সঠিক ভাবে বলতে পারছি না,তবে সেনাবাহিনী বলতে পারবে।বর্তমানে বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয় দল এসে ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষা- নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকাল ১১টায় সেনাবাহিনীর সহায়তা মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে৷
আপনার মতামত লিখুন :