রাজশাহীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ৪ জন এবং অন্যান্য অপরাধে আরও ১২ জন গ্রেপ্তার হয়েছেন।
সারাদেশের মতো রাজশাহী মহানগরীতেও অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরএমপির অন্যান্য অভিযানে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)। অভি মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল হামিদের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। শামীম বাপ্পী বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে, তিনি আওয়ামী লীগ কর্মী। জাকির চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে এবং মিজানুর রহমান মতিহার থানার কাজলা এলাকার মো: আবু তাহেরের ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :