শিরোনাম
◈ দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ ◈ আজ কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান ◈ মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধ চান ডিসিরা ◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি চাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের বাগবিতন্ডা থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত হাবিব তালুকদার (৫৮)উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়ির গফুর মিয়ার ছেলে।
 
শুক্রবার(১৪ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭ টায় উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
    
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন-চারু ভূঁইয়ার ছেলে মিজান ফকির (৫০) এবং বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)।
    
এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে শনিবার(১৫ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দি মডেল থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
    
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার (১৪ফেব্রুয়ারি)সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে বাবুল মিয়ার চা-দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে জমি চাষের পাওনা টাকাকে কেন্দ্র করে এক পর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।ওই সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য দুইজনকে ধাক্কা দিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়।এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা হাবিব তালুকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে,সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
     
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ পাঠানো হয়েছে এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে।থানায় একটি হত্যা মামলা হয়েছে।আসামিদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
মোশায়ারা আক্তার জলি
  • সর্বশেষ
  • জনপ্রিয়