এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বগুড়া সান্তাহার গামী দোলন চাপা ট্রেনের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার মঙ্গলপুর রেল ষ্টেশন মন্ত্রীপাড়া রেল গেটে। নিহত বৃদ্ধ মঙ্গলপুর ইউপি’র নরসিংহ পাড়া গ্রামের মৃত আফির উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৭৫)।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত সৈয়দ আলী (৭৫) গত শুক্রবার বিকালে সিদ্ধ ধান ভাঙ্গানোর জন্য মিলে ধান নিয়ে গেলে মিল বন্ধ থাকায় ধান মিলেই রেখে বাড়ীতে ফিরে আসেন। রেখে আসা ধান বাঙ্গানোর জন্য শনিবার সকালে মিলে গেলে মিল তালা বন্ধ থাকায় মিলের ড্রাইভারের বাড়িতে ড্রাইভারকে ডাকতে যাওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহার গামী দোলন চাপা দ্রতগামী ট্রেনের সাথে মঙ্গলপুর রেল ষ্টেশন মন্ত্রীপাড়া রেল গেটে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :