এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশনের গোপন তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগ উঠেছে। ওসিকে তথ্য দিয়ে হুমকির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
জানা যায়, সন্ত্রাসবাদ দমন এবং অপরাধীদের ধরতে চলমান অপারেশন ডেভিল হান্ট শুরু থেকেই মুরাদনগরে বেশ ঢিলেঢালা ভাব ছিলো বলে উদ্বিগ্নতা প্রকাশ করেন সচেতন মানুষ । এতো বড় উপজেলায় এ পর্যন্ত মাত্র ৪ জন অপরাধীকে আটক করায় তারা অসন্তোষ প্রকাশ করেন। কারণ রাঘব বোয়ালরা এখনও ধরা ছোঁয়ার বাইরে।
অভিযানে পুলিশকে সহযোগিতা করতে চিহ্নিত অপরাধীদের তালিকার একটি পিডিএফ ফাইল সম্প্রতি ওসি জাহিদুর রহমানের হোয়াটসঅ্যাপে পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য। তবে সেই পিডিএফ ফাইলটি ওসির কাছ থেকে বিভিন্ন অপরাধীদের হাতে চলে যায়। এরপর থেকে তথ্য প্রদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপরিচিত একাধিক ফোন নাম্বার থেকে হুমকির সম্মুখীন হয়েছেন ।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির সদস্য ও তথ্য প্রদানকারী জানান, অভিযানটির মূল লক্ষ্য হলো সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতা করা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা। কিন্তু মুরাদনগরে অভিযানের বড় কোনো সফলতা নেই। এখনও বহু চিহ্নিত অপরাধীরা আটক হয়নি। বিষয়টি নিয়ে ওসির সাথে কথা হলে তিনি অপরাধীদের লিস্ট দিতে বলেন। ওনার কথায় সহযোগিতা করতে অপরাধীদের একটি তালিকা ওসির হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। লিস্টে নাম থাকায় বেশ কয়েকজন অপরাধী ফোনে আমাকে হুমকি দিয়েছেন। অনেকে পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এই মুহূর্তে প্রাণনাশের ভয়ে শঙ্কিত তিনি।
এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর বলেন, তথ্য নিয়ে অফিসারদের সাথে কথা বলেছি। ওটা কিভাবে বেরিয়ে গেছে আমার জানা নেই " । কুমিল্লা সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, " এবিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখি কি হয়েছে।
আপনার মতামত লিখুন :