শিরোনাম
◈ প্রতিজ্ঞা করি আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই: ড. ইউনূস ◈ রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট (ভিডিও) ◈ চীনা গাড়ির দখলে যাচ্ছে বিশ্ব, উদ্বেগ পশ্চিমা নির্মাতাদের: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু ◈ টানা চার ম্যাচ জিতে শেষ ম্যাচে মেসির মায়ামির হোঁচট ◈ জাতীয় নাগরিক কমিটির ৪ নেতা থাকছেন ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ◈ ঐকমত্য কমিশনের বৈঠকে কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল ◈ না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ◈ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে শিল্প ও বানিজ্য মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আল হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরস্থ কলোনী খেলার মাটে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় অশালিন নৃত্য ও যাদু প্রদর্শনীর অভিযোগ এনে এই মেলা বন্ধের দাবিতে সুনামগঞ্জের তৌওহিদী জনতা ও ব্যবসায়ীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জুমা সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তৌওহিদী জনতার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানী সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, কলোনি হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আল হেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান,ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষালঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান ও শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান বক্তার বক্তব্যে মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির বলেন,বানিজ্য মেলায় যাদু প্রদর্শনীর নামে যুবক যুবতীকে দিয়ে যে বেহায়াপনা ও অশ্লীল কার্যকলাপ চলছে তা কোনো অবস্থায় তাওহীদি জনতা মেনে নিবে না। সুনামগঞ্জ জেলা প্রশাসন কে এ বিষয়ে আমরা স্বারক লিপি প্রদান করেছি। ১৪ ফেব্রুয়ারী মেলার মেয়াদ শেষ। এর পরে যদি মেলা চলে সেটা হবে অবৈধ। সুনামগঞ্জের তাওহিদী জনতা কে সাথে নিয়ে আগামী শুক্রবার ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ করে ওই অবৈধ মেলা ভেঙ্গে দিয়ে সেখানে জুমার নামাজ আদায় করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়