আল হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরস্থ কলোনী খেলার মাটে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় অশালিন নৃত্য ও যাদু প্রদর্শনীর অভিযোগ এনে এই মেলা বন্ধের দাবিতে সুনামগঞ্জের তৌওহিদী জনতা ও ব্যবসায়ীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জুমা সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তৌওহিদী জনতার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানী সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, কলোনি হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আল হেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান,ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষালঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান ও শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির বলেন,বানিজ্য মেলায় যাদু প্রদর্শনীর নামে যুবক যুবতীকে দিয়ে যে বেহায়াপনা ও অশ্লীল কার্যকলাপ চলছে তা কোনো অবস্থায় তাওহীদি জনতা মেনে নিবে না। সুনামগঞ্জ জেলা প্রশাসন কে এ বিষয়ে আমরা স্বারক লিপি প্রদান করেছি। ১৪ ফেব্রুয়ারী মেলার মেয়াদ শেষ। এর পরে যদি মেলা চলে সেটা হবে অবৈধ। সুনামগঞ্জের তাওহিদী জনতা কে সাথে নিয়ে আগামী শুক্রবার ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ করে ওই অবৈধ মেলা ভেঙ্গে দিয়ে সেখানে জুমার নামাজ আদায় করবো।
আপনার মতামত লিখুন :