মো: আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী)ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ধাইরা গ্রামে শস্যক্ষেত লাশ দেখতে পায়ে স্থানীয় লোকজন স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ধামরাই থানা অবহিত করলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম-মইছ উদ্দিন(৪৭), পিতা-মৃত আব্দুল বারিক, মাতা-ভানু আক্তার, সাং-কিরাটন গৌরার গোপ, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ,মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ পরিদর্শক মোস্তফা।
এবিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে,ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তির নাম-ঠিকানা সনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :