শিরোনাম
◈ প্রতিজ্ঞা করি আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই: ড. ইউনূস ◈ রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট (ভিডিও) ◈ চীনা গাড়ির দখলে যাচ্ছে বিশ্ব, উদ্বেগ পশ্চিমা নির্মাতাদের: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু ◈ টানা চার ম্যাচ জিতে শেষ ম্যাচে মেসির মায়ামির হোঁচট ◈ জাতীয় নাগরিক কমিটির ৪ নেতা থাকছেন ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ◈ ঐকমত্য কমিশনের বৈঠকে কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল ◈ না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ◈ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে অভিযান, দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

এস. এম আকাশ, ফরিদপুুর : ফরিদপুরের মধুখালীতে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, মধুখালী উপজেলার মেসার্স এস এস বি ব্রিকস্ ও মেসার্স এম এম কে বি ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দড়ি বাজার এলাকার মেসার্স এস এস বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মো. সাব্বির শেখকে ২ লাখ টাকা এবং গোমারা এলাকার মেসার্স এম এম কে বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মিটুল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে। ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতানসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়