শিরোনাম
◈ অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি ৩০০ কোটি ডলার ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য ◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে হামলা, শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে কনেপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে একদল যুবক। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ময়না আক্তার (১২) নামে কনেপক্ষের বাড়ির এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

পুলিশ ও কনেপক্ষের স্বজনরা জানান, বৃহস্পতিবার মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে বিকালে পাশের গ্রাম চাউরাখোলার একদল যুবক গানবাজনা শুনতে আসে বরপক্ষের বাড়িতে। উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজনের সঙ্গে চাউরাখোলা গ্রামের ওই যুবকদের বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য কনের চাচা হোসেন মিয়াকে জানান ওই যুবকরা। হোসেন মিয়া বিষয়টি মীমাংসা না করে উল্টো যুবকদের ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে চাউড়াখোলা গ্রামের বেলাল মিয়া নামে এক যুবককে চড়থাপ্পড় দেন হোসেন মিয়া।

এ নিয়ে ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে সন্ধ্যা ৭টার দিকে মনিপুর আতকাপাড়া গ্রামে কনেপক্ষের বাড়িতে হামলা করেন। এতে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ময়না আক্তারের মৃত্যু হয়। সেইসঙ্গে ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের আরও পাঁচ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’ উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়