নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক নারী ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য ফাতেমা বেগমের বাড়িতে হানা দেয় একদল ডাকাত।
ভুক্তভোগী নারী ইউপি সদস্য ফাতেমা বেগম জানান, ঘরের জানালা ভেঙে ছয় সদস্যের ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে এবং তার স্বামী সুমন প্যাদাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। ওই ইউপি সদস্য দাবি করেন, এসময় আনুমানিক নগদ দুই লক্ষ টাকা এবং চার ভরী স্বর্ণ লুট হয়েছে। ডাকাত দলের এক সদস্যের হাতে একটি পিস্তল, আরেক সদস্যের হাতে চাপাতি ছিল বলেও জানান তিনি।
ডাকাতি চলাকালে তার স্বামী ও তাকে মারধর করা হয় বলে দাবি করেন নারী ইউপি সদস্য। স্বামীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার বের করে দিতে বাধ্য হন বলে জানান নারী ইউপি সদস্য। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই ইউপি সদস্য ঘটনাটি তাকে মুঠোফোনে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :