শিরোনাম
◈ অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি ৩০০ কোটি ডলার ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য ◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নয়ন (২৬), ও মো. আমির হোসেন (২৭) নামের দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকায় গণপিটনিতে নিহত হয়। নিহত নয়ন উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং আমির হোসেন বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে  চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুচুরির সময় হাতেনাতে ধরা পড়েন ওই দুইজন। পরে গরুর মালিক আব্দুল খালেকের পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গণপিটুনি দেন। এতে ঘটাস্থলেই তারা দুইজন মারা যান। তবে নিহত দুইজন পেশাদার গরুচোর বলেও দাবি করেন স্থানীয়রা।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালের দিকে নিহতদের মরদেহ তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়