শিরোনাম
◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি ◈ রাত ১টায় দুবাইয়ে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল ◈ মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার ◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও) ◈ সব ধরনের শিল্পেই বাড়ছে গ্যাসের দাম! ◈ ৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে ◈ শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শ্রেষ্ঠ ওসি হলেন আদমদীঘির এসএম মোস্তাফিজুর

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতি‌নি‌ধি : বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হলেন আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান। ১১ ফেব্রুয়ারি সভায় বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ এসআই হিসাবে আদমদীঘি থানারই এসআই ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে এসআই আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আইজপি পদক প্রাপ্ত ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, একই থানা থেকে একসাথে তিনটি সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। ওসি আরো বলেন, আমি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে পুলিশি সেবা প্রদান করে আসছি। ওসি হিসেবে পাওয়া শ্রেষ্ঠত্বের এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরোও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে। 

উল্লেখ্য, ওসি এসএম মোস্তাফিজুর রহমান গত বছরের ২৯শে সেপ্টেম্বর আদমদীঘি থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়