শিরোনাম
◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ ◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবতাখুমে পর্যটন শুরু হলেও রুমা ও থানচি ভ্রমণ নিষিদ্ধ

 

ডেস্ক রিপোর্ট : অবশেষে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুম। ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকেরা দেবতাখুম ভ্রমণে যাচ্ছেন। গত ১০ জানুয়ারি রাতে জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশি-বিদেশি সব পর্যটকের জন্য দেবতাখুম উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে এখনো ভ্রমণ নিষিদ্ধের তালিকায় আছে রুমা ও থানচি।

জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি চিঠির আলোকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান। সে কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে পরিস্থিতি উন্নতি হওয়া এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় এখন থেকে শুধু দেবতাখুমে সব পর্যটক ভ্রমণ করতে পারবেন।


২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে বান্দরবান জেলার দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েক দফায় জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। তবে দেবতাখুম উন্মুক্ত হলেও রুমা ও থানচি উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।


এদিকে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জানিয়েছে, এফসিডিও ব্রিটিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের দূরবর্তী এলাকায় নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম ঘটে বলে সতর্ক করা হয়েছে; বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা জারি করার পর বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা কমে আসতে পারে।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়