শিরোনাম
◈ আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (ভিডিও) ◈ কাসেমের লাশ সামনে রেখে শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিন : গয়েশ্বর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার দায়িত্ব নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া। কিন্তু তারা নির্বাচন ও দেশ পরিচালনা কোনটাতেও নেই। প্রতিদিন তারা শুধু সংস্কারের জারি গান শুনাচ্ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। অথচ কৃষক ও উৎপাদকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাজার ব্যবস্থার আওয়ামী দোষরের সিন্ডিকেট এখনো সক্রিয়, কিন্তু তা দমনের কোনো উদ্যোগ নেই।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য ফ্যাসিবাদের পতন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন। ১৫ বছর ধরে আমরা এই দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের এই আন্দোলনে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, হকজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছেন। গত ১৫-১৬ বছর বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র করেছিল আওয়ামীলীগ। কিন্তু উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘তিনি শুধু বিএনপির নেত্রী নন, ১৮ কোটি মানুষের নয়নের মনি। তাই অনেকে এটা সহ্য করতে পারেন না। কারণ তারা জানেন, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।

তিনি সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারে থেকে গোপন বৈঠক করবেন, ষড়যন্ত্র করবেন—এটা হতে পারে না। নিরপেক্ষ থাকুন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন, তাহলে ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে।

জনসমাবেশে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়