জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের বোট আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল পর্যন্ত মিয়ানমারের আকিয়াব থেকে টেকনাফ স্থলবন্দরের আসার পথে রাখাইন মংডু খারাংখালী খালে কাঠবাহী বোটি আরাকান আর্মির জিম্মায় রয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিড বোটে ধাওয়া করে কাঠবাহী বোটটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিন দিন হলেও এখনো বোটটি ছেড়ে দেয়নি।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনদিন হলেও একটি কাঠের বোটটি এখানে এসে পৌছেনি। বোটে ৩৫ টন কাঠ রয়েছে। এসব মালামাল ব্যসায়ী আবদুল কাদের কাছে আসছে।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি বোট আমার কাছে আসার পথে সেদেশের আরাকান আর্মি স্পিড বোটে ধাওয়া করে ধরে নিয়ে গেছে। শোনেছি তাঁরা (আরাকান আর্মি) তল্লাশি চালাচ্ছে। হয়তো তাদের কেউ ভুল তথ্য দিয়েছে। তবে সেদেশের ব্যবসায়ীর সাথে যোগাযোগ চলছে। কাঠগুলো তল্লাশি শেষে বোট ছেড়ে দেবে বলে শুনেছি।
গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় আটক করেছিলো পণ্যবাহী ৪টি কার্গো জাহাজ। পরে ৪টি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলব্ন্দরে কোন পণ্যবাহী বোট আসেনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবাহী এক বোট নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
আপনার মতামত লিখুন :