ফরিদপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা সদরে একাধিক মামলার আসামী মেহেদী হাসান দিদার (৪২) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সাল তরফদার । এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবক সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের মো. দেলোয়ার মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অন্তত ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মেহেদী হাসান দিদার ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকা এক তরুণীর বাড়িতে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে তরুণীকে জোর করে অস্ত্রের মুখে তাকে (দিদারের) বিয়ে করতে হবে মর্মে তাকে জিম্মি করে। এ সময় তরুণী অসুস্থতার ভান করে সেখান থেকে দৌঁড়ে পাশের এক বাড়িতে গিয়ে ‘৯৯৯‘ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন। এ অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ দিদারকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, অন্য একটি মাললার তদন্ত কাজে এক তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই ফরেনসিক রিপোর্টের জন্য। সেখানে ওই তরুণীর সঙ্গে অজ্ঞাত এক যুবকের পরিচয় হয়। অতঃপর মঙ্গলবার মধ্য রাতে তরুণীর বাসায় গিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় ৯টি মামলা রয়েছে। এছাড়া বিদেশী পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক আরো একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে জেলা সদর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া (৩৮) ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম সজিব (৩২)।
প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা-০১৭৪৪৪৮৫৩০০
তারিখ-১২.০২.২০২৫ ইং
আপনার মতামত লিখুন :