শিরোনাম
◈ পিকনিকে গিয়ে পার্ক কর্তৃপক্ষের হামলায় র.ক্তাক্ত ২০ শিক্ষার্থী (ভিডিও) ◈ আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (ভিডিও) ◈ কাসেমের লাশ সামনে রেখে শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় জমিসহ বাড়ীঘর জবর দখললের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাকারিয়া জাহিদ,কলাপাড়া (পটুয়াখালী) : ক্রয়কৃত সম্পত্তি ও বাড়ীঘর জবর দখল সহ মিথ্যা সংবাদ প্রচার করার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের প্রান্তিক গফফার মোল্লা। বুধবার (১২ ফেব্রুয়ারি )বেলা এগারোটায় কলাপাড়া রিপোর্টস ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে গফ্ফার মোল্লা বলেন, অতি দুঃখ-কষ্ট বেদনা নিয়া এই বৃদ্ধ বয়সে আপনাদের দারপ্রান্তে উপস্থিত হয়েছি। আমার স্থায়ী ঠিকানা মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন গ্রামে। জীবিকার সন্ধানে ১৯৯৮ সালে নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের ছোহরাব হাওলাদার এর কাছ থেকে ১৯৯৮ সালে সাড়ে ১৬ শতাংশ জমি ক্রয় করে বাড়ী-ঘর-বাগান পুকুর নির্মান করিয়া স্থায়ীভাবে বসবাস করি। পরবর্তীতে ২০১২ সালে জালাল মীরের কাছ থেকে ১০ শতাংশ, ২০১৯ সালে দুলাল আকন গংদের নিকট হইতে সাড়ে ৪৪ শতক, ২০২০ সালে আমিরুল ইসলামের কাছ থেকে ১৩ শতক, শাহআলমের কাছ থেকে ৩৩ শতক, ২০২৩ সালে ১২জন সেনা সদস্যের কাছ থেকে ২১ শতক, ২০২৪ সালে কহিনুর বেগম হইতে ০৬ শতক জমি ক্রয় করি। 
ক্রয়কৃত জমিগুলো একই এলাকার রফিকুল ইসলাম, সোহরাব হোসেন সান্টু, রাসেল, আবদুল হক আমার প্রতিটি দলিলের জমি হইতে অধিকাংশ জমি জোর পূর্বক দখল করিয়া নিয়া সীমানা প্রাচীর করার চেস্টা চালায়। বাধা দিতে গেলে আমার স্ত্রী ও পুত্রবধুকে এলোপাথারী মারধর করে। 

এ নিয়ে নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে (৬৯৫/২০২৪) মামলা করি। সেনাবাহিনী, ওসি কলাপাড়া থানা এবং নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল কোটে আইনী সহায়তা ও ক্রয়কৃত জমি রক্ষার জন্য একাধিক অভিযোগ করি।, প্রতিটি অভিযোগ তদন্ত হয় এবং সত্য প্রমানিত হয়। প্রতিবেদনের বিষয় জানতে পেরে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়া মানববন্ধক করেন। তিনি সুষ্ট বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পুত্রবধূ হাসিনা বেগম, স্ত্রী স্বরভানু বেগম, মেয়ে সালমা, রুমানা, ছেলে রাসেল মোল্লা।  এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, গফফার মোল্লার সাথে সুপ্রতিবেশী মুলক সম্পর্ক রয়েছে। জমি নিয়ে বিরোধীদের জের ধরে তিনি আমাকে সহ আমার মামা এবং তার ছেলেকে ধর্ষণ মামলার আসামি করেন। এর প্রতিবাদে এলাকায় মানববন্ধন করলে তিনি ক্ষিপ্ত হয়ে এই সংবাদ সম্মেলন করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়