শিরোনাম
◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই : নজরুল ইসলাম খান 

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,  বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হব।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১২ফেব্রুয়ারি) বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি একথা বলেন।
 
"নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়। 
 
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় নজরুল ইসলাম খান বলেন, গনতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বার বার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যসিস সরকার বার বার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই করে, সংগ্রাম করে অন্তবর্তি সরকারকে ক্ষমতা বসিয়েছে। দেশের এ পরিবর্তন মানুষ স্বাগত জানিয়েছে। 

শহীদ জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি, নতুন করে অর্থনৈতিক কার্যক্রম ফিরে এসেছে। কলকারখানা রাষ্ট্রায়ত্ত উন্নতি হয়েছিল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। 
 
শেখ হাসিনা জাতীয় বেঈমান। বার বার দেশে গনতন্ত্র হরণ হয়েছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনউদ্ধার করেছে বিএনপি।

জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা।
 
নজরুল ইসলাম খান আরো বলেন, বিগত ১৬ বছর ধরে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে আন্দোলন করেছি। জনগণের পাশে খাকুন, ভালো আচারন করুন, তাদের আস্থা তৈরি করুন। জনগনকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করে তাদের কোন জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে। 
 
সিরাজগঞ্জ জেলা বিএনপির ল সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
 
জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাপা, জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়