হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইক যোগে শহরের দিকে আসতেছিলেন হতাহতরা। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত ৬জনকে উদ্ধার করে থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যায়। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত আর ৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :