শিরোনাম
◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইক যোগে শহরের দিকে আসতেছিলেন হতাহতরা। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত ৬জনকে উদ্ধার করে থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে  দুইজন মারা যায়। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত আর ৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়