শিরোনাম
◈ আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক ◈  নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক ◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায়  একজনের মৃত্যু

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হন।
 
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪০) । তিনি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ।
 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর পা পিছলে সামনে থাকা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়