শিরোনাম
◈ আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক ◈  নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক ◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

জিল্লুর রহমান, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন (৫৬) নামের এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ বুধবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার কাথম গ্রামের রহমতুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুন্দারহাট থেকে বাজার-সদাই করে আবুল হোসেনসহ কয়েকজন যাত্রী অটোভ্যানে চড়ে বাড়িতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়া চেষ্টা করে। অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। সে অটোভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে। তখন বাসের চাকা আবুল হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মুত্যু তার হয়। পরে স্থানীরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার ও বাসটিকে আটক করেছি। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়