শিরোনাম
◈ আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক ◈  নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক ◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূর অজান্তেই অর্ধনগ্ন ভিডিও ধারণ ও একাধিকবার ধর্ষণ, ফাঁসের ভয় দেখিয়ে অর্ধকোটি টাকা আদায়!

ফেনীর সোনাগাজীতে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন শুভ্র নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার ইসমাইল মোবারক হোসেনের ছেলে।

এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আখন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে মোবাইল, একাধিক সীম, হার্ডডিক্স, ট্যাব,পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। যেগুলো অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়।  

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে ২০১৮ সালে প্রবাসী খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী ইরাকে চলে যান। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। স্ত্রীর ব্যাংক একাউন্ট না থাকায় মা-বাবার চিকিৎসা ও তার পরিবারের জন্য বন্ধু হারুন মিয়াজীর একাউন্টে প্রতিমাসে টাকা পাঠাতেন সাগর। হারুন সেই টাকা নিয়ে সময়-অসময়ে প্রবাসীর বাড়িতে আসা যাওয়া করতেন। এ সুযোগে বাড়ির সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসীর বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ লাগানোর কথা বলে বাড়িতে যায় হারুন ও তার আরেক বন্ধু নুসাইপা গিফট কর্ণার এন্ড স্টুডিওর পরিচালক জাকির হোসেন সুভ্র।

সম্প্রতি সাগরের স্ত্রী তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়লে তার অজান্তেই প্রবাসীর স্ত্রীর অর্ধনগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্লাক-মেইলিং শুরু করেন হারুন। প্রবাসীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রথম ধাপে ৫০ হাজার টাকা নেয়। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। তাকে ভিডিও এডিটিংসহ নানানভাবে সহযোগিতা করেন মোবাইল মেকানিক শুভ্র।

হারুন আপত্তিকর ভিডিও দেখিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে জমি ক্রয়ের জন্য পাঠানো ৩০ লাখ টাকা, ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার  হাতিয়ে নেয়। পরে হারুন প্রবাসে যাওয়ার সময় তার কাছে থাকা ভিডিও তার বন্ধু শুভ্রর কাছে দেয়। শুভ্রও সুযোগটিও কাজে লাগায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, বন্ধু হয়ে আমার প্রবাসে অর্জিত সমস্ত টাকা আত্মসাৎ করেছে। তারা আমার স্ত্রীকে ব্লাকমেইল করে ছোট মেয়েকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে ব্রাক ব্যাংক থেকে ৬ লাখ টাকা ও খালেদা আক্তার নামে নারীর কাছ থেকে সুদের উপর ৩ লাখ টাকা ঋণ নেয়। এভাবে তারা দুইজনেই আমার প্রায় ৬০ লাখ টাকারও বেশি টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়ে পথের ভিখারি বানিয়েছে। উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়