জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ভবন নির্মাণে ঢালাইয়ের কাজে ব্যবহৃত পিলারের কাভার বক্স চাপায় এক শ্রমিক নিহত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জকির আহমেদ (৩২) একই এলাকার বাঁচা মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক। স্থানীয়দের বরাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশন থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে জকির আহমেদসহ আরও ২/৩ জন শ্রমিক কিছু নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের বহনকারী গাড়ীটি হোয়াব্রাং রাস্তার মাথা থেকে আলী আকবর পাড়া রাস্তার দিকে মোড় নেওয়ার খুবই ঝাঁকুনি দিচ্ছিল। এসময় ভিতর থেকে মাথা বের করে গাড়ির ছাদে রাখা মালামাল দেখছিলেন।
এক পর্যায়ে গাড়ির ছাদ থেকে ভবন নির্মাণ কাজে ব্যবহৃত পিলারের কভার বক্স জকির আহমেদের মাথার উপর পড়ে। এতে তিনি পিলারের কভার বক্স চাপায় নিচে পড়ে যান। ঘটনায় তিনি আহত হলে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা উদ্ধার করে হ্নীলা স্টেশনসহ হেলথ কেয়ার স্টেশনে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জকির আহমেদকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।ঘটনায় কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আপনার মতামত লিখুন :