শিরোনাম
◈ কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় বিষপানে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারায় কীটনাশক খেয়ে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোর ৪ টায় ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ফোরকান বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে।

সে আনোয়ারা আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার শটকোর্সে মুতাকাফারা বিভাগের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারী ওই শিক্ষার্থী বিষপান করে বলে জানা যায়। এঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাওলানা রফিকুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করেন।মাদ্রাসার পরিচালক মাওলানা সোহেল সালেহ বলেন, কয়েক মাস আগে ওই শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হয় সে মাদ্রাসার আবাসিকে থাকে, গত ৩ তারিখ আবাসিকের অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে মাদ্রাসার শিক্ষক তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে আনোয়ারা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়।

মঙ্গলবার জানতে পারলাম ছেলেটি মারা গেছে। বিষয়টা দুঃখজনক। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নয়। কিন্তু কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করতে বিষয়টির সাথে মাদ্রাসাকে জড়ানোর চেষ্ঠা করছে। এবিষয়ে নিহতের চাচা ও মামলার বাদীকে ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শিক্ষকের মানষিক নির্যাতনে অপমানে ওই শিক্ষার্থী বিষপান করেছে দাবী করে নিহতের চাচা মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়