শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন  ◈ শিল্পের পর আবাসিকেও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব  ◈ আয়নাঘরে বন্দী থাকা কক্ষ শনাক্ত করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৮৬ ◈ ড. ইউনূস-মোদির আরব আমিরাতে বৈঠক হবে কি? ◈ বাজারে সয়াবিন তেলের সংকট কতদিনে কাটবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় বিষপানে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারায় কীটনাশক খেয়ে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোর ৪ টায় ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ফোরকান বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে।

সে আনোয়ারা আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার শটকোর্সে মুতাকাফারা বিভাগের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারী ওই শিক্ষার্থী বিষপান করে বলে জানা যায়। এঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাওলানা রফিকুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করেন।মাদ্রাসার পরিচালক মাওলানা সোহেল সালেহ বলেন, কয়েক মাস আগে ওই শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হয় সে মাদ্রাসার আবাসিকে থাকে, গত ৩ তারিখ আবাসিকের অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে মাদ্রাসার শিক্ষক তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে আনোয়ারা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়।

মঙ্গলবার জানতে পারলাম ছেলেটি মারা গেছে। বিষয়টা দুঃখজনক। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নয়। কিন্তু কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করতে বিষয়টির সাথে মাদ্রাসাকে জড়ানোর চেষ্ঠা করছে। এবিষয়ে নিহতের চাচা ও মামলার বাদীকে ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শিক্ষকের মানষিক নির্যাতনে অপমানে ওই শিক্ষার্থী বিষপান করেছে দাবী করে নিহতের চাচা মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়